আরিফুর রহমান তীব্র,উপজেলা প্রতিনিধি লক্ষিপুর
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগন্জ থানা ছাএলীগের সাবেক ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর ভাগিনা শিমুল হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস হোসেন কে। যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ২ বছর ধরে লক্ষ্মীপুর জেলা করাগারে রয়েছে ৷
ইলিয়াসের বড় ভাই ইয়াছিন আহম্মেদ বলেন, আমার ভাই ইলিয়াস বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়।কাজী মামুনুর রশিদ বাবলু ও তার ভাই কাজল মাস্টার ছিল এই মামলার মূল ‘মাস্টারমাইন্ড’৷ ইলিয়াসের বড় ভাই ইয়াছিন আহম্মেদ আরো বলেন, আমার ভাই ইলিয়াসের নামে এখনো বিচারাধীন মোট ১৪টি মামলা৷
তিঁনি আরো জানান- গৌতম মজুমদার, গিয়াস উদ্দিন লিঠন, কাজী বাবলু, পুলিশ জাহাঙ্গীর, মাছ জাহাঙ্গীর, কাজল মাস্টারসহ ২০২১ সালে অস্ত্র দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমির হোসেন ইলিয়াস কে ২৮ মাস জেল খাটায় বলে জানান ইয়াছিন আহম্মেদ৷ বর্তমানে আমির হোসেন ইলিয়াস ১৪টি মামলা নিয়ে দীর্ঘ ২ বছর ধরে জেল হাজতে রয়েছে৷ অনতিবিলম্বে ছাত্রদল নেতা ইলিয়াসকে সকল মিথ্যা মামলা হতে অব্যাহতি দিয়ে নিঃশর্ত কারামুক্তি দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীরা জোর দাবী জানিয়েছেন৷