মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো
বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার ২৩ বছর পূর্তি উৎসব উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (পহেলা মে) বিকেল ৫ টায় বরিশাল প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে ও সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস.এম রাকিবুল হাসান ফয়সালের সঞ্চালনায় এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিডিআর ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন, প্রধান অতিথী বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রধান বক্তা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাইবার ট্রাইব্যুনাল বরিশাল বিভাগের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, বিশেষ অতিথী দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদ, নগর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি কাজী আল মামুন, নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু মুসা কাজল ও জহিরুল ইসলাম লিটু।
এসময় প্রধান অতিথী আবুল কালাম আজাদ বলেন, দৈনিক সত্য সংবাদের সুদীর্ঘ ২৩ বছরের পথচলা। এরমধ্যে নানান প্রতিবন্ধকতা ও অসাধু হস্তক্ষেপ রুখতে পারেনি কেউ। মুক্ত গণমাধ্যম হিসেবে সবসময় প্রকৃত তথ্য ও উপাত্ত দিয়ে সংবাদ পরিবেশন করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। কোন অন্যায়কে প্রশ্রয় কিংবা আপোষ করেনি দৈনিক সত্য সংবাদ । সব বাধা উপেক্ষা করে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে বারংবার সাহসীকতার সাথে দাঁড়িয়ে সঠিক সংবাদ প্রকাশ করেছে।
বক্তারা বলেন, সত্য সংবাদের গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করে। সমাজের অবহেলিত মানুষের বিভিন্ন দিক নিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে। এতে সাধারণ মানুষের মাঝে আস্থাও অর্জন করতে পেরেছে । সমস্যা-সম্ভাবনার খবরগুলো তুলে ধরে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দেশের উন্নয়নেও পত্রিকাটি ভূমিকা রাখছে। ছাত্র-জনতার অভ্যুথানে আন্দোলনেও জোড়ালোভাবে প্রতিবাদের অংশ হিসেবে সঠিক সংবাদ প্রকাশ করেছে এ গণমাধ্যম। আশা করি, আগামীতেও দেশের উন্নয়নে সংবাদ প্রকাশের মাধ্যমে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহযোগী সদস্য রিপন হাওলাদার, আরিফ হোসেন, লিটন বায়েজীদ ও মাহমুদ হোসেন , এইচ এম সোহেল, দখিনের প্রতিবেদন পত্রিকার সম্পাদক রাইসুল ইসলাম অভি, সত্য সংবাদের উপদেষ্টা সম্পাদক তাসাদ্দুক হোসাইন, সহ- সম্পাদক শফিউর রহমান কামাল, প্রধান বার্তা সম্পাদক সৈয়দ বাবু, বার্তা সম্পাদক এম.আর শুভ, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মাছুম সিকদার, উপ সম্পাদক মোঃ মিলন হোসেন বাদশা, সত্য সংবাদের নিজস্ব প্রতিবেদক সুব্রত বিশ্বাস, দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান শেখ, সময়ের বার্তার বার্তা সম্পাদক আলামিন গাজী, দৈনিক কলমের কন্ঠের স্টাফ রিপোর্টার ইমরান হোসেন, দৈনিক সংবাদ সকাল পত্রিকার বার্তা সম্পাদক নাইমুর রহমান সরোয়ার, মুভি বাংলা টিভির বরিশাল প্রতিনিধি আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার গাজী আরিফুর রহমান, রবিউল ইসলাম রবি, সুমন্ত হালদার, মিরাজ ও উজ্জ্বল, দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান মোঃ পারভেজ, দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম প্রমুখ।