মানুষের তৈরি কোন আইন নয় আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষনিয়ে গাজীপুরে টঙ্গীতে অনুষ্ঠিত হলো ইসলামী সমাজের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবসের আলোচনা।
বৃহস্পতিবার পহেলা মে গাজীপুর টঙ্গী এরশাদনগর ৬ নং ব্লকের অফিস সংলগ্ন মাঠে বিকাল ০৩ ঘটিকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ঢাকা অঞ্চল ১ এর দায়িত্বশীল মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে। হাফেজ নাজমুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত সৈয়দ হুমায়ুন কবীর আমির ইসলামী সমাজ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডাঃ সোলায়মান কবীর,দায়িত্বশীল ময়মনসিংহ বিভাগ ইসলামী সমাজ। বদিুজ্জামান জুয়েল দায়িত্বশীল টাঙ্গাইল জেলা ইসলামী সমাজ। মোহাম্মদ ফিরোজ মিয়া অন্যতম সদস্য ইসলামী সমাজ। মিনহাজ উদ্দিন দায়িত্বশীল ঢাকা মহানগর( উত্তর) ইসলামী সমাজ। মোহাম্মদ সেলিম মোল্লা দায়িত্বশীল ঢাকা বিভাগীয় অঞ্চল ০৩ (তিন) ইসলামী সমাজ
প্রধান অতিথি ও প্রধান আলোচক হযরত সৈয়দ হুমায়ুন কবীর (আমির ইসলামী সমাজ) তার বক্তব্য বলেন আমরা মানব রচিত কোন আইন মানি না আমরা এক আল্লাহর আইন মানি,আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি আরো বলেন যারা গণতন্ত্র বিশ্বাস করে, দেখেন তারা আজকে কেউ ভালো নেই। সবাই শুধু নিজের আখের পোছাতে ব্যস্ত।
তিনি শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন এই যে শ্রমিক দিবস পালিত হচ্ছে কিভাবে হচ্ছে আজকের এই দিনে শিকাগো শহরে শ্রমিক বিদ্রোহ করেছিল, কার বিরুদ্ধে পুঁজিবাদী মালিকদের বিরুদ্ধে। বিনিময় তাদের কে বরণ করতে হয়েছিল বলেট। আমরা কি পেয়েছি ৮ ঘন্টা কাজের স্বাধীনতা এর বাইরে আমরা আর কিছুই পাইনি।
তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ইসলামী সমাজে যোগ দিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন কায়েমের পথে নিজেদেরকে সম্পৃক্ত করুন। দুনিয়াতে না হোক আখিরাতে এই মেহনতের কারণে আপনারা নাজাতের ফায়সালা পেয়ে যেতে পারেন। তিনি আরো বলেন আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আমরা সব সময় শোষণের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করা যাচ্ছি। তিনি সবাইকে উদাত্ব আহব্বান করে বলেন আপনারা সবাই ইসলামী সমাজে যোগ দিন দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করুন, আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করুন। এই আলোচনা সভায় সহস্রাধিক নারী ও পুরুষ উপস্থিত হন নারীদের জন্য তাদের অফিস পক্ষে বসার আলাদা ব্যবস্থা করা হয়।