1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলীপুর জামায়াতে ইসলামী কমিটি ঘোষণা দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাচন সম্পন্ন সভাপতি এড. সৈয়দ আহমেদ জলঢাকায় তুহিনের আগমন উপলক্ষে চলছে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি পরিবার 

জাল সাক্ষরে গ্রাহকের টাকা আত্মসাত চেষ্টা, ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনায় প্রবাসির একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় আফসানা শাহিন মুন্নী (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্য রাতে খুলনা থানা পুলিশ ঢাকার মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি খুলনা মহানগরীর ইস্পাহানি এলাকার বাসিন্দা। এর আগে আল হাদিস বাট্রি নামক একজন মালয়েশিয়া প্রবাসীর একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল তার স্ত্রী আফসানা ইয়াসমিন তৃঞ্চা বাদি হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আফসানা শাহিন মুন্নী সহ ৮/৯ জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে খুলনা সদর থানার একটি টিম ঢাকা থেকে মুন্নীকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। নগরীর বাস্তহারা কলোনীর সোহরাব হোসেনের কন্যা আফসানা ইয়াসমিন তৃঞ্চা এজাহারে উল্লেখ করেন। তার স্বামী আল হাদিস বাট্রি মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করেন।

তিনি প্রবাস থেকেই ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে নিজ নামে খুলনা মহানগরীর আপার যশোর রোডস্থ সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় একটি একাউন্ট খোলেন। পরবর্তীতে ঐ একাউন্টে বিভিন্ন সময়ে মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা করা হয়। তার স্বামী চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার একাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে এবং বাকি ৭ লাখ নেই বলে জানান।

তাৎক্ষনিক তিনি ব্যাংক স্টেটমেন্ট বের করে দেখতে পান গত বছরের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসের মাধ্যমে তার একাউন্ট থেকে আসামীদের একজনের ব্রাক ব্যাংকের একাউন্টে ৭ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে। এজাহারে আরো উল্লেখ করা হয় আরটিজিএসের মাধ্যমে অর্থ ট্রান্সফার করতে হলে অবশ্যই ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের দাতা বা হিসাবধারীর সরজমিনে উপস্থিত থাকতে হয়। কিন্তু তার স্বামী ঐ সময় মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। এ সুযোগে আসামীরা পরস্পর জোগসাজোসে ভুয়া লোক সাজিয়ে এবং কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করেছে।

এবিষয়টি ব্যাংকের উর্ধবতন কতৃপক্ষকে জানানো হলেও তারা কোনো সমাধান দেননি। এব্যাপারে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, নতুন যোগদান করায় বিষয়টি আমার জানা নেই। খোজখবর নিয়ে দেখছেন। তবে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা আছাদুল্লাহিল গালিব ফোনে জানান উক্ত অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি, চেষ্টা করা হয়েছিল। এব্যাপারে প্রযোজনীয় প্রক্রিয়া শেষে অভিযুক্ত কর্মকর্তাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট