মোঃ নাজিম মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
আজ শুক্রবার (২ মে) বিকাল ৩টা ৫০ মিনিটে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজী মুজিব বলেন, “দলীয় নেতাকর্মীরা যেন বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি বা অন্যায় কর্মকাণ্ডে না জড়ায়, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী মুজিব জানান, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি আরও বলেন, “আমি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে কাজ করে যাব।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জনাব দরুদ মিয়া, সাবেক জেলা আহ্বায়ক সদস্য, মৌলভীবাজার বিএনপি জনাব ওলি আহমেদ, আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি জনাব আবুল হোসেন আবুল, আহ্বায়ক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি।
জনাব মাহবুব আহমেদ, আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা যুবদল জনাব শেখ হাবিবুর রহমান নোমান, সদস্য সচিব, কমলগঞ্জ উপজেলা যুবদল জনাব ফজলুল হক ফজলু, ১ম যুগ্ম আহ্বায়ক, আলীনগর ইউনিয়ন যুবদল
মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।