সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাট, ১ মে: মহান মে দিবস উপলক্ষে বাগেরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দল এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শহরের কেন্দ্রীয় মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশাজীবী শ্রমিকসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী প্রধান অতিথি হিসেবে এটিএম আকরামুল ইসলাম তালিম জনাব মিজানুর রহমান। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জোর দেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম, কিন্তু তাদের প্রাপ্য মর্যাদা এখনও অধরাই থেকে গেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা খন্দকার রবিউল ইসলাম, ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বক্তারা সরকারকে শ্রমিকদের অধিকার রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।