1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

জেলা প্রতিনিধি মেহেরপুর :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মেহেরপুর :

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

১লা মে বৃহস্পতিবার সকাল ৮-৩০মিনিটের সময় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্য‌ালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা র‌্যালি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা একত্রিত হয়ে মিছিলে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে ১৮৮৬সনে আমেরিকার শিকাগো শহরে ১২শ্রমিক সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে পবিত্র কোরআন তেলাওয়াত করে মোনাজাত করা হয়।

১লা দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখা, মেহেরপুর জেলা বাস মিনিবাস, ট্রাক, শ্রমিক ইউনিয়ন সমিতি, জেলা ইমারত নির্মাণকারি সমিতি,রং তুলি সমিতি, টাইলসসমিতি, রিক্সা ভ্যান সমিতি, অটোবাইক রিক্সা সমিতি,নিজ নিজ ব্যানারে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি মিছিল শেষে নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও অসহায় ও গরিবদের মাঝে খাদ্য বিতরণ করুন।

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

স্মরণে আন্তর্জাতিক শ্রমিক দিবস মেহনতি শ্রমিকদের কাছে প্রেরণার দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ,৮ ঘণ্টা বিশ্রাম ৮ ঘণ্টা বিনোদনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। সে আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি ও হামলা চালিয়ে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড ১২জন শ্রমিক নিহত ও অসংখ্য নেতা কর্মী আহত হয়েছিল। পরবর্তী শ্রমিক নেতাদের প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে শ্রমিকদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

সেই সময় শ্রমিকরা বিক্ষোভ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাদের সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত ইতিহাস সাক্ষী হয়ে আছে। তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পুলিশের গুলির ওপর শ্রমিকরা বিজয়ের সৌধ নির্মাণ করেছে। শ্রমজীবী মানুষরা তাদের দাবি আদায়ে বুকের তাজা রক্ত ঢেলেছে। আত্মত্যাগের নজরানা পেশ করেছে। তবুও অন্যায় ও জুলুমের কাছে মাথানত করেনি। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান করতে হবে।

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহেরপুরে আলোচনা সভায় বক্তারা বলেন বছরে একদিন শ্রমিক দিবসকে সীমাবদ্ধ করে রাখা যাবে না। শ্রমিক দিবসের তাৎপর্যকে ধারণ করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সকল জুলুম নির্যাতনের অবসান করতে হবে। রাজপথে জোরালো ভূমিকা রাখতে হবে। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে।

শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার পক্ষ থেকে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন ১, শ্রমিক দলের ন্যায্য দাবি মেনে নেওয়া

২.ট্রেড ইউনিয়ন ও ক্রাফট ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও শ্রমিক সমাবেশ উন্মুক্ত।৩.আন্তর্জাতিক শ্রমিক দিবসের ডাক শীর্ষক লিফলেট শ্রমিকদের মাঝে বিতরণ করা।৪.অস্বচ্ছল ও কর্ম-অক্ষম শ্রমিকদেরকে আর্থিক সহায়তা প্রদান।৫.বেকার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সহায়তা প্রদান।৬.শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা। ৭.সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ।৮.শ্রমিকদের নিয়ে বনভোজন, সামষ্টিক ভোজ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। ৯.অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট