জহিরুল ইসলাম হৃদয়, দৈনিক প্রভাতী বাংলাদেশ
মাদারীপুর গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়েন্দা(ডিবি)পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৪০০(এক হাজার চারশত) পিস ইয়াবা সহ আটক করা হয় দুইজনকে
আটককৃত ১।মোঃ আশিক(৪২)পিতা-মৃত আক্কাস হাওলাদার, মাতা-নুর জাহান বেগম,
২।মোসা: বিউটি আক্তার(৩২), স্বামী-মো: আশিক, পিতা-এখলাছ হাওলাদার, উভয় সাং- সৈদারবালী, থানা- মাদারীপুর সদর,
দুইজন, (স্বামী-স্ত্রী) দীর্ঘদিন যাবত মাদক কারবারির সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া যায়।