মাহবুবুল আলম
আজ সকাল ১০ ঘটিক ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হলো এক মহা সমাবেশ ও রেলি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া পরিবহন ফেডারেশনের সভাপতি। প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলার নায়েবে আমির জনাব মোঃ কামরুল হাসান মিলন। আর ও স্থানীয় নীতিবৃন্দ এ সমাবেশে উপস্থিত ছিলেন।এ সময় বক্তাগণ পরিবহন সেক্টরে সকাল প্রকার চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের আহ্বান জানান। যাত্রী সেবায় হয়রানি কমিয়ে নির্বিঘ্নে ঘন্তব্যে পৌঁছানোর আহ্বান জানান। নেতারা আরোও উল্লেখ করে বলেন যাত্রীদের নিরাপত্তা বজায় রেখে হয়রানি বন্ধের জন্য সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে পরিবহন সেবাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান।