1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

বাঘায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাঘায় মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে-২৫ ) “শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এদেশ নতুন করে”। এপ্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর ঐতিহাসিক তেতুল তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড এর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

বাঘা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি একই স্থান তেঁতুল তলা এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় শ্রমিকদের মধ্যে খাবার,খেজুর, পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক। আরও বক্তব্য রাখেন, বাঘা উপজেলা সভাপতি ইন্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফার্নিসার ট্রেড সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, জামরুল ইসলাম, বাঘা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক সুরুজ আলী, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান ও সেক্রেটারি মাইনুল ইসলাম মিল্টন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,পহেলা মে শুধু পালন করলেই হবে না। শ্রমিকদের সকল অধিকার, ন্যায্য দাবি আদায়ে সকলকে ভুমিকা রাখাতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

উল্লেখ্য,পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। ভারত-বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এটি বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে এই দিবসটি সারা বিশ্বে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেন। এসময় অনেক শ্রমিক আত্মাহুতি দিয়েছিলেন।

শ্রমিক নেতারা বলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট