মোঃ সুজন আহম্মেদ , দৈনিক প্রভাতী বাংলাদেশ
এস এম আলম, ১ মে: পাবনায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদের রশিদ হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বক্তব্য দেন, ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন পাভেল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রমিক দল পাবনা জেলা মো: আব্দুল গফুর মন্ডল, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা ও শ্রমিক প্রতিনিধি শ্রম আদালত রাজশাহী রেজাউল করিম, ব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ পাবনা স্কয়ার ফুড এন্ড বেভারেজ মো: মাসুদ রানা, চেয়ারম্যান শফিক গ্রুপ শফিকুল ইসলাম খান, সহ শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করে।