রৌমারি কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ সাহের আলী
"মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০১ মে ২০২৫ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ ইজলামারী বিওপি আনুমানিক রাত ০১:১০ মিনিটে সীমান্ত পিলার ১০৬৬/৭-টি হতে আনুমানিক ৩০০ গজ।
বাংলাদেশের অভ্যন্তরে চর বারবান্দা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-১৪২ বোতল ও ভারতীয় বিয়ার ১৯ বোতল, সাহেবের আলগা বিওপি আনুমানিক রাত ০১:১০ মিনিটে সীমান্ত পিলার ১০৫৩/এমপি হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ১৯৮০ পিস এবং খেয়ারচর বিওপি আনুমানিক সকাল ৬:০০ মিনিটে সীমান্ত পিলার ১০৭০/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ঔষধ Amlodipine Tablets IP-2.5 mg ৯০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
প্রয়োজনে যোগাযোগ: সহকারী পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)