আরিফুর রহমান তীব্র,সদর উপজেলা প্রতিনিধি লক্ষিপুর
জনগণের লাখ লাখ কোটি টাকা লুটপাট বিলাসী জীবনযাপন করছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা! দেশের সম্পদ চুরি করে, রক্ত ঝরিয়ে, গুম-খুনের রাজত্ব কায়েম করে আজ তারা নিরাপদ আশ্রয়ে।
ছবিতে লক্ষিপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন,লক্ষিপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম সালাউদ্দিন টিপু। চন্দ্রগন্জ থানা ছাএলীগের কাজী মামুনুর রশিদ বাবলু,এম মাসুদুর রহমান মাসুদ, সবাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাসের নেপথ্য খলনায়ক।লক্ষিপুরে ভেঙ্গে পড়েছিল জননিরাপত্তা। ঝুঁকিতে পড়েছিল মানুষের মুল্যবান জীবন ও সহায়-সম্পদ।
ঘাতকের বুলেটে মৃত্যুর শঙ্কা ধ্বংস হওয়ার আতঙ্কে কাঁপছিল যেই এলাকার শত শত মানুষ। নষ্ট রাজনীতির নারকীয় তাণ্ডবে পড়ে নিষ্ঠুরভাবে খুন হয়েছে শত শত জীবন।
জুলাই-আগস্টের বিপ্লবী তরুণদের রক্তের দাগ এখনো এদের হাতে! এই দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের বিচার না হলে শহীদের রক্ত বৃথা যাবে!