মো: শাহ জাহান আমির,বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মাহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকার মসজিদ কমিটির রোষানলে পড়ে সাজানো মিথ্যা বলৎকারের ঘটনায় গনপিটুনির শিকার হয়ে কারাগারে মৃত্যু বরণ করেন মাওলানা মুফতি রইস উদ্দিন ( ৩৫) ।
তিনি মসজিদে নিয়োগ পাবার পর থেকেই স্থানীয় আহলে হাদিস অনুসারী কিছু মানুষের সাথে বিরুধ লেগেই আছে, গত রমজান মাসে তারাবী নামাজ ৮ রাকাত পড়ার বিষয় নিয়ে আহলে হাদীস অনুসারীদের সাথে বাক বিতম্বা হয় তারি রেশ ধরেই দুই মাস আগের বলৎকারের সাজানো ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল তাকে ডেকে নিয়ে গাছের সাথে বেধে নির্মমভাবে অত্যাচার করা হয়।
পরবর্তীতে জেলহাজতে তার মৃত্যু হয়, মাওলানা মুফতি রইস উদ্দিনের মৃত্যুকে কেন্দ্রকরে তার ন্যায় বিচারের দাবীতে উত্তাল সমগ্র দেশ, বিক্ষুব্ধ জনতা ও রইস উদ্দিনের পরিবারের ন্যায় বিচার পাবার জোর দাবি জানাচ্ছে।