1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

কক্সবাজার ৫০০ শয্যার মেডিকেল কলেজে হাসপাতাল দ্রুত বাস্তবায়নের আশ্বাস: ডা. সায়েদুর

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার মেডিকেল কলেজকে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী কালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সার্কিট হাউজে মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাৎ কালে শিক্ষার্থীরা বলেন, পর্যটন নগরী কক্সবাজারে জন সংখ্যার তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। একই সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

শিক্ষার্থীদের বক্তব্য শুনে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, সরকার এ বিষয়ে ইতিবাচক, ৫০০ শয্যার হাসপাতালের প্রস্তাবনাটি যত দ্রুত সম্ভব অনুমোদন দেওয়া হবে। তিনি বলেন, কক্সবাজার বাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে।

এ সময় শিক্ষার্থী আদনান বলেন, “৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়িত হলে এটি কক্সবাজার বাসীর বহু দিনের প্রত্যাশা পূরণ করবে এবং সাধারণ মানুষের চিকিৎসায় এক যুগান্তকারী মাইল ফলক হবে।”

উল্লেখ্য, বর্তমানে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল সীমিত শয্যা ও জনবল নিয়ে পরিচালিত হচ্ছে, যা স্থানীয় রোগীদের চাহিদা পূরণে পর্যাপ্ত নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট