মনজুর আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
১ মে মহান মে দিবসে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কক্সবাজার জেলা শ্রমিক দল এ আয়োজন করেছে। বিকালে এ উপলক্ষে কক্সবাজারে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বের হওয়া রেলিটি কক্সবাজারের বিভিন্ন সড়ক অতিক্রম করে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে।
পরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রেলিতে শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের ব্যাপারে নানা স্লোগান দেয়া হয়। স্লোগানে শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ অঙ্গীকারের কথা উঠে আসে। এছাড়া এবারের মে দিবসের প্রতিপাদ্য “শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে, এতে উচ্চারিত হয়। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত রেলি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাজাহান চৌধুরী প্রধান ব্যক্তা কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা এডভোকেট শামীমারা স্বপ্না বিশেষ অতিথি লুৎফুর রহমান কাজল সাবেক সংসদ কক্সবাজার৩ সদর রামু ঈদগাহ ! উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির আলী এবং বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী