নয়ন ফারাজী, দৈনিক প্রভাতী বাংলাদেশ
কুড়িগ্রামের উলিপুরে স্বাধীনতা পারবর্তী সময়ে এই প্রথম সর্ব দলের অংশ গ্রহনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে সংগঠনগুলির নিজ নিজ প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন, নিজ নিজ সংহঠনের ব্যানারসহ খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে উলিপুর বিজয় মঞ্চে জমায়েত। এরপর বিজয় মঞ্চে উপস্থিত হন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানসহ প্রশাসনের কর্তা ব্যাক্তিরা। এ সময় বিজয় মঞ্চ সংলগ্ন শহীদ মিনার পাদদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বিজয় মঞ্চের চত্বর থেকে সকল সংগঠনের অংশ গ্রহনে এবং প্রশাসনের নেতৃত্বে শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উলিপুর পৌর শহর প্রদক্ষিন করে। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য দাবি তুলে সর্বস্তরে চাঁদাবাজি বন্ধসহ কথায় কথায় শ্রমিক ছাটাই যেন না করতে পারে এ জন্য সরকারের আশু দৃষ্টি কামনা করে। অন্যদিকে, উলিপুর মসজিদুল হুদার সামনে চৌরাস্তার মোড়ে কুড়িগ্রাম-চিলমারি সড়কে পৃথক পৃথক সমাবেশ করে, ইসলামী শ্রমিক আন্দোলন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অন্যান্য রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠা শ্রমিক সংগঠনগুলো। এছাড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, রিক্রা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা অটো-রিক্রা,অটো টেম্পু শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যানারের শ্রমিক সংগঠনগুলো নিজ নিজ কার্যালয়ে সমাবেশ করে।