বিশেষ প্রতিবেদন:
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বার্মিজ স্কুল এলাকা থেকে মাদক বিক্রির সময় ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম জসীম উদ্দীন (৪০), পিতা মৃত সিদ্দিক, সাং- পূর্ব পাহাড়তলি, থানা ও জেলা- কক্সবাজার।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।