মোহাম্মদ মহি উদ্দিন: স্টাফ রিপোর্টার
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে উম্বনিয়াপাড়া এলাকায় উঁচু পাহাড় কেটে মোহাম্মদ ছিদ্দিক এর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে মুদিরছড়া বন বিট।
৩০ ই এপ্রিল (বুধবার) বিকালে সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজমিনুল ইসলাম এর নির্দেশনায় মুদিরছড়া বিট অফিসার আক্তারুজ্জামান খানের নেতৃত্বে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মুদিরছড়া বিটের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
ছোটমহেশখালীতে নিয়মনীতির তোয়াক্কা না করে উম্বুনিয়া পাড়ায় পাহাড় কেটে বাড়ি নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ কর্তৃপক্ষ। এ সময় বন বিভাগের অনুমতি ব্যতিরেখে পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে দেয়া হয়। মকবুল আহমদের পুত্র মোহাম্মদ ছিদ্দিক অবৈধভাবে পাহাড় দখল কিংবা পাহাড় কেটে ভবন নির্মাণের সাথে জড়িত বলে জানান মুদিরছড়া বিট কর্মকর্তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিন দিয়ে উঁচু প্রাচীর তুলে পাহাড়টিকে দৃষ্টির আড়ালে নেয়া হয়। এরপর সেটি ধীরে ধীরে প্রায় কেটে ফেলা হচ্ছে। কিন্তু বন বিভাগের অনুমতি না নিয়ে টিনের বেষ্টনী দিয়ে লোকচক্ষুর আড়ালে পাহাড় কাটে ভবন মালিক। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গাজুড়ে ভবন নির্মাণকাজ শুরু হয়।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজমিনুল ইসলাম বলেন, উচ্ছেদ অভিযান চলমান থাকবে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া নির্মাণকাজ পরিচালনা করছে কিংবা দৃশ্যমান পাহাড় কেটে অবৈধ স্থাপনা গড়ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । ভবিষ্যতে এসব এলাকায় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা স্থাপন করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হবে। এ বিষয়ে স্থানীয় জনগণকেও পাশে থাকার আহবান জানান তিনি ।
এ সময় তিনি আরও বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া গড়ে ওঠা যেকোনো অবৈধ স্থাপনা, বিশেষ করে পাহাড় কেটে নির্মিত ভবন—পরিবেশ ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্ষায় এসব এলাকায় ভূমিধস ও প্রাণহানির ঝুঁকি থাকে। তাই এসব স্থাপনার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।