1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

ছোটমহেশ খালীতে পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ ভেঙ্গে দিল বন বিভাগ 

মোহাম্মদ মহি উদ্দিন: স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মহি উদ্দিন: স্টাফ রিপোর্টার

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে উম্বনিয়াপাড়া এলাকায় উঁচু পাহাড় কেটে মোহাম্মদ ছিদ্দিক এর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে মুদিরছড়া বন বিট।

৩০ ই এপ্রিল (বুধবার) বিকালে সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজমিনুল ইসলাম এর নির্দেশনায় মুদিরছড়া বিট অফিসার আক্তারুজ্জামান খানের নেতৃত্বে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মুদিরছড়া বিটের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

ছোটমহেশখালীতে নিয়মনীতির তোয়াক্কা না করে উম্বুনিয়া পাড়ায় পাহাড় কেটে বাড়ি নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ কর্তৃপক্ষ। এ সময় বন বিভাগের অনুমতি ব্যতিরেখে পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে দেয়া হয়। মকবুল আহমদের পুত্র মোহাম্মদ ছিদ্দিক অবৈধভাবে পাহাড় দখল কিংবা পাহাড় কেটে ভবন নির্মাণের সাথে জড়িত বলে জানান মুদিরছড়া বিট কর্মকর্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টিন দিয়ে উঁচু প্রাচীর তুলে পাহাড়টিকে দৃষ্টির আড়ালে নেয়া হয়। এরপর সেটি ধীরে ধীরে প্রায় কেটে ফেলা হচ্ছে। কিন্তু বন বিভাগের অনুমতি না নিয়ে টিনের বেষ্টনী দিয়ে লোকচক্ষুর আড়ালে পাহাড় কাটে ভবন মালিক। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গাজুড়ে ভবন নির্মাণকাজ শুরু হয়।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজমিনুল ইসলাম বলেন, উচ্ছেদ অভিযান চলমান থাকবে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া নির্মাণকাজ পরিচালনা করছে কিংবা দৃশ্যমান পাহাড় কেটে অবৈধ স্থাপনা গড়ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । ভবিষ্যতে এসব এলাকায় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা স্থাপন করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হবে। এ বিষয়ে স্থানীয় জনগণকেও পাশে থাকার আহবান জানান তিনি ।

এ সময় তিনি আরও বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া গড়ে ওঠা যেকোনো অবৈধ স্থাপনা, বিশেষ করে পাহাড় কেটে নির্মিত ভবন—পরিবেশ ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্ষায় এসব এলাকায় ভূমিধস ও প্রাণহানির ঝুঁকি থাকে। তাই এসব স্থাপনার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট