মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের ( এলজিডিই) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। গতকাল দুপুরে উপজেলার কার্যালয়ে ও ফিল্ডে সরেজমিনে পরিদর্শন করে দুদক খুলনা কার্যালয়ের একটি টিম। দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, গত তিন অর্থবছরে বটিয়াঘাটায় এলজিইডির যেসব কাজ বাস্তবায়িত রয়েছে সেগুলো না করে ঠিকাদার অগ্রিম অর্থ উত্তোলন করেছে। আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। মুলত সুনির্দিস্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্স টিম এসেছি। এখানে আমরা উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি, কিছু ডকুমেন্টস সংগ্রহ করেছি। সেখান থেকে গত দুবছরের যে ইউডিএফ সহ এডিপি খাতে যে বরাদ্দ এসব ডকুমেন্টস যাচাই – বাছাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা সরেজমিনে দেখব,কাজ কতটুকু বাস্তবায়ন হয়েছে। সরাসরি কোনো অভিযোগ খতিয়ে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখব।কমিশন পরবর্তীতে যে নির্দেশনা দেবে তা বাস্তবায়ন করা হবে। পরে দুদকের ঔই টিমের সদস্যরা সরেজমিনে পরিদর্শন করেন।