ফরিদ আলম সিকদার,(ককসবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উদ্যোগ বাংলাদেশ জামায়াতে ইসলামী (কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে )
একটি মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গরমে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে জামায়াতের উদ্যোগে সামান্য ঠান্ডা জুস, কেক ও কলার আপ্যায়নের আয়োজন করা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. জহির আহমেদ। তিনি শ্রমিকদের সামনে বক্তব্যে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা ও সামাজিক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও বিশেষ বক্তব্য প্রদান করেন ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ তারেক। তিনি বলেন, “গরীব ও মেহনতী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। আমাদের এই ক্ষুদ্র আয়োজন তাদের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।”
অনুষ্ঠানে রীতা বড়ুয়া নামের এক নারী শ্রমিক তার অসুস্থতার কথা জানালে, জামায়াত নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। তারা আশ্বাস দেন, ভবিষ্যতেও চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে পাশে থাকবেন। পাশাপাশি গরীব অসহায় পরিবারের মেয়ের বিয়েতে কিংবা অন্যান্য সংকটে জামায়াতে ইসলামী পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ৯নং ওয়ার্ড যুব ইউনিটের সভাপতি মোহাম্মদ ইসমাঈল, সহ-সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন ও ইমরান আইকন, উত্তর পাড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব উদ্দিন রাসেল প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।