মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাছন মিয়ার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাছন মিয়ার হাতে দুই বান্ডিল ঢেউটিন তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাখন চন্দ্র সূত্রধর নিজেই ক্ষতিগ্রস্তের হাতে ঢেউটিন তুলে দেন। এ সময় তিনি বলেন, “সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। যেকোনো প্রয়োজনে আমাদের দ্বারাও খোলা থাকবে।”
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে হাছন মিয়ার ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় এবং পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে। উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান।