আজিজুর রহমান
জমে উঠেছে দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি'র নির্বাচনী প্রচার প্রচারণা। আগামী ৩০ শে এপ্রিল সরাসরি কাউন্সিলর দের ভোটে নির্বাচিত হওয়ার লক্ষ্য মাথায় নিয়ে প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন সদর ইউনিয়নের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের সাংগঠনিক যোগ্যতা ক্ষমতা তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। দীঘলিয়া সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মন জয় করার জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে রাজনীতিতে কে কতটুকু সক্রিয় রাজপথের আন্দোলনে কে কতটুকু অবদান রেখেছেন সেগুলোই ভোটারদের সামনে তুলে ধরছেন প্রার্থীরা। ভোটার রাও আনন্দ উচ্ছ্বাসের সাথে নির্বাচনকে উপভোগ করছেন এবং চায়ের দোকানে রাস্তাঘাটে পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় বয়ে দিচ্ছেন। সব মিলিয়ে দীঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি'র দ্বি বার্ষিক সম্মেলন একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ নির্বাচনে দুইটি পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন সভাপতি পদে দুইজন খান মোহাম্মদ আনারস প্রতীক নিয়ে অন্নপ্রার্থী জাশেদ কবির জুয়েল। সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল্লাহ আল মামুন নিপু তালা প্রতীক নিয়ে অপরপ্রার্থী খান মিজানুর রহমান মোরগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।