মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নগর চৌমুহনী এলাকার উত্তর তিলকপুর গ্রামে আজ ভোর রাতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে হঠাৎ করেই একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশেপাশের আরও দুটি দোকান ও একটি বসতঘরে ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শাহজান মিয়া, সুয়েব মিয়া, হামিদ মিয়া ও হাসন মিয়া নামের চারজনের মালিকানাধীন ৩টি দোকান এবং একটি পারিবারিক বসতঘর। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় এক ঘণ্টা ধরে আপ্রাণ চেষ্টা করতে হয়। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় ৩৫ লক্ষ টাকা। দোকানগুলোতে রাখা মালামাল, নগদ টাকা এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতির পরিমাণ এবং ধ্বংসযজ্ঞ চারটি পরিবারকে চরম দুরবস্থায় ফেলে দিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "এই চারটি পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে। দোকান আর ঘর একসাথে হারানোর কষ্ট ভাষায় বোঝানো যাবে না। সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে হয়তো তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।"
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আসুন, আমরা সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের নতুন করে বাঁচার সাহস জোগাই।