আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
রূপান্তরের উদ্যোগে সাতক্ষীরা পিজ্জা মিলান কনফারেন্স রুমে মানব পাচার প্রতিরোধে সিএসওদের সাথে নেটওয়ার্ক ও শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০.৩০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস, উইনরক ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম অফিসার মাসনুন হক ও উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কো-অর্ডিনেটর শেখ মাসুদুল হাসান। কার্যক্রমের উদ্দেশ্য ও জেলা মানব পাচারের প্রেক্ষাপটে বর্ণনা করেন, আশ্বাস প্রকল্প রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিডও এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম, মিডা এর নির্বাহী পরিচালক দুলাল জোয়ারদার, যুগান্তরের রিপোর্টার এস এম বিপ্লব হোসেন, আরা-র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, মৌমাছি এর নির্বাহী পরিচালক সুশান্ত কুমার মল্লিক, লিডার্স এর মনিটরিং অফিসার জয়দেব কুমার জোয়ার্দার ও উত্তরণের লিগাল অ্যাডভাইজার এডভোকেট মনিরুদ্দিন প্রমুখ। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন আশ্বাস প্রকল্প সাতক্ষীরা জেলার প্রজেক্ট অফিসার দীপ্তি রায়, সি এফ মাহাবুবুর রহমান ও কুমারেশ মন্ডল।
উল্লেখ্য আশ্বাস প্রকল্প সুইজারল্যান্ড এম্বাসেডর এর অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।