1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত 

মুন্নি আক্তার :
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মুন্নি আক্তার :

গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেমক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।দুপুরে গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেমক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর মেট্রো থানা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে পুবাইল মেট্রো থানা বিএনপি’র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি ও পুবাইল মেট্রো থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সকালে গাজীপুর মহানগর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার ও গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সদর থানা বিএনপির আয়োজিত দোয়ার অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন অধ্যাপক মান্নানকে নিয়ে এতো অল্প সময়ে তার ব্যাপ্তি বলা সম্ভব না, যারা তাকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েও কেন তিনি কাজ করতে পারলেন না এর পেছনে কাদের হাত রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবী জানান। তার নামে রাস্তার নাম করনের দাবি জানান। এছাড়াও তার মতো নির্যাতিত নেতাকে কারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।

মেহেদি হাসান এলিস, অধ্যাপক এম এ মান্নানের নেতৃত্ব আন্দোলন সংগ্রামে লড়াই করেছি। তার সঙ্গে পথচলা মানে সাহসের সঙ্গে পথচলা বলেও জানান তিনি। বাবার মতোই উন্নয়নের কাণ্ডারী হিসেবে অধ্যাপক এম এ মান্নানের মতো গাজীপুরের মানুষের কাছে মাটি ও মানুষের নেতা হবেন বলে বিশ্বাস করেন এলাবাসী

এসময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, অধ্যাপক এম এ মান্নানের মৃত্যু বার্ষিকী পালন করতে পারেন নি বলে জানান। ফ্যাসিস্ট সরকার তার মৃত্যু বার্ষিকীও পালন করতে দেয় নি, আজ সৈরাচার মুক্ত হওয়ার কারণে আজ মৃত্যু বার্ষিকী পালন করতে পারছি তার জন্য শোকরিয়া আদায় করেন। বাবা ৩ বছরের মতো মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছেন। সাধারণ কোন মৃত্যু ছিলো না বলেও উল্লেখ করেন তিনি। পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে অধ্যাপক এম এ মান্নানকে। বাদ আসর সালনায় গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানের কবর জিয়ারত করেন। এদিকে আগামীকাল ২৯ এপ্রিল অধ্যাপক এম. এ মান্নানের স্মরণ সভার আয়োজন, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচি গ্রহন করা হয়েছে। থাকবে মসজিদে, মসজিদে দোয়া ও মোনজাত। থানায় থানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে । তার মৃত্যু বার্ষিকীর এই আয়োজনে অসহায় ও দুস্থ এবং বঞ্চিতদের মাঝে রিকসা, ভ্যানগাড়ী, সেলাই মেশিন, নগদ অনুদান দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়ও অধ্যাপক এম. এ মান্নান স্যারের স্মৃতির উদ্দেশ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে যা গাজীপুর জেলা বনাম মানিকগঞ্জ জেলার অংশগ্রহণে রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট