জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরের শিবচরে চোরাই মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন পরিবর্তন করে বিক্রির সময় এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে রাসেল মাতুব্বরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার দুপুরে শিবচর উপজেলা চরশ্যামাইল এলাকা আটক করা হয় রাসেল মাতুব্বরকে (২৫)। পরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতার রাসেল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতরাইল এলাকার খবির মাতুব্বরের ছেলে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ, বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে রাসেল নাম্বার প্লেটে রেজিষ্ট্রেশন পরিবর্তন করে বিক্রি করে আসছে৷ এরই অংশ হিসেবে শিবচরের চরশ্যামাইল এলাকায় এক ব্যক্তির কাছে চোরাই FZ -3 ভার্সণ ব্লু-কালারের একটি মোটরসাইকেল বিক্রি করতে আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে আটক করে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে শিবচর থানা পুলিশ চোরাই মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ রাসেলকে থানায় নিয়ে যায়। পরে রাসেলের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।