স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
ইন্সপেক্টর (নিঃ) কমর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ স্বপন মিয়া (৪২) (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত ইয়াবুক আলী, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-১১১/দৌলত মুন্সী রোড, কৃষ্টপুর, ১৮নং ওয়ার্ড, ২। মোঃ পিয়াস (৩০) (আওয়ামীলীগ সমর্থক), পিতা-নুর হোসেন, মাতা-শাহনাজ বেগম, সাং-টি/৩৮ মালগুদাম, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ প্রান্ত মিয়া (২৮), পিতা- মোঃ মনসুর আলী, মাতা- মোছাঃ রওশনা আক্তার স্থায়ী : গ্রাম- কাশর (কাশর বউবাজার), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ০৬ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এসআই (নিঃ) আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চাঁদাবাজি মামলার আসামী ১। সৈয়দ বায়েজীদ (৫০), পিতা-মৃত সৈয়দ আব্দুল মজিদ, মাতা-মোছাঃ সালেহা আক্তার, সাং-কলেজ গেইট, গরু হাটা, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ ২। মোঃ খোরশেদ আলম (৩৭), পিতা-মোঃ আসলাম সরদার, মাতা-লিলি ইসলাম, সাং-গোয়াইলকান্দি মীর বাড়ী, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ ৩। মোঃ খোরশেদ আলম (৩৮), পিতা-মৃত নাছির উদ্দিন, মাতা-মৃত খোদেজা আক্তার, বর্তমান সাং-নতুন বাজার (বিএনপি পার্টি অফিসের পিছনে), থানা-কোতোয়ালী মডেল, স্থায়ী সাং-যোগীরখালী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদের করেন।
এসআই (নিঃ) ফিরোজ আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। রোকুনুজ্জামান মিলন (৩৮), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত রহিম উদ্দিন, মাতা-মৃত মিনা বেগম, সাং-গোহাইলকান্দি (জামতলা ডাক্তার বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) আলী আকবর, এএসআই ফরহাদ উদ্দিন, মাহমুদুল হাসন জামান, আলী হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ রাসেল (), পিতা-মোঃ আয়ুব আলী, স্থায়ী : গ্রাম- চক শ্যামরামপুর , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। সালমা (), পিতা-/স্বামী: ইসাহাক আলী, স্থায়ী : গ্রাম- পারাইল , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। বাপ্পি সরকার (), পিতা-মৃত দিলীপ সরকার, স্থায়ী: (সাং- বাড়ী নং-২২/টি মি.ফে ঘোষ রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।