1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই, বিষয়ক সেমিনার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই, বিষয়ক সেমিনার আজ ২৭ এপ্রিল সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম সনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম সংশ্লিস্ট রয়েছে। এটা শুধু বড় বড় বিল্ডিং আর ইমারত দিয়ে তৈরি হয়নি। বরং এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহু সংখ্যক শিক্ষার্থী সুনামের সাথে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে। তবে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক হলের সুবিধা থাকা খুবই জরুরি। এছাড়া ভারি বৃষ্টি হলেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা আরো উন্নত হওয়া দরকার। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে জমি অধিগ্রহন করা যেতে পারে। তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়। সুন্দর পরিবেশে একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. মোঃ নাজমুস সাদাত, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষাও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, এতে প্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক ড. মো: আশিক উর রহমান। সাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সিভিল সোসাইটির সভাপতি এস এম শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে ও ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলমের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারনা পত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটির সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। খুলনা সিভিল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট