উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃনয়ন ফারাজী
মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের বড় মসজিদ মোড়ে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উলিপুর রিপোর্টাস ইউনিটির আহ্বায়ক ও দৈনিক আমার দেশের উলিপুর প্রতিনিধি মমিনুল ইসলাম,দৈনিক সংগ্রামের উলিপুর প্রতিনিধি সাখাওয়াত হোসাইন, দৈনিক করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু, দৈনিক পরিবেশের উলিপুর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক কলমজমিনের স্টাফ রিপোর্টার আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী আমলে ভারতীয় আগ্রাসন, ফ্যাসিবাদকে প্রলম্বিত করা ও বিচার বর্হিভূত হত্যাকান্ডে সহযোগি প্রধান মিডিয়া ৭১ টেলিভিশন বাংলাদেশের বিরুদ্ধে এখনো সড়যন্ত্র করে আসছে। তা অবিলম্বে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে তারা এরকম ধৃষ্টতা দেখাবে না। মাহমুদুর রহমান ১-১১ সরকার থেকে শুরু করে ৭১ টিভির মত ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে জীবন বাজি রেখে প্রায়ই একাই লড়াই করে আসছে জুলাই বিপ্লব উত্তরোত্তর পরাজিত মিডিয়া রক্তের দাগ না শুকাতেই তার প্রতিশোধের প্রথম পদক্ষেপের অংশ হিসেবে এই মামলা করেছে। আমরা এ ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত।
এ ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।##