নোয়াখালী থেকে সেখ কামরুল ইসলাম
নোয়াখালী সেনবাগ উপজেলা বিভিন্ন বাজারে গরু মাংস ব্যবসায়ীরা অধিক লাভে গ্রাহকের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেবার হাট বাজার গিয়ে দেখা যায়, ১কেজি গরুর মাংস হাড আর চর্বি, বাদ ৯০০ টাকা। কিন্তু এক গ্রাহক ৩ কেজি মাংস কেনার পর দেখা যায় ৩কেজির মধ্যে ৮৫০ গ্রাম হাড ও চর্বি দিয়ে দেয় অসাধু গরু মাংস বেপারিরা, এই বাজারে প্রতিদিন ৮থেকে ১০টি গরু জবাই হয়।প্রতিদিন মাংস কিনতে গিয়ে গ্রাহকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেছে নীরবে। এবং এরা কারো কথা কর্ণপাত করছেনা।এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।