1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জে টাকা নেওয়া সেই ওসিকে বদলি 

জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ

নারায়ণগঞ্জের সেই আলোচিত আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই আদেশে।

মো. মেহেদী ইসলাম প্রভাতী বাংলাদেশ কে বলেন, আড়াইহাজার থানার ওসিকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। এটা স্বাভাবিক পদলি প্রক্রিয়া ছিল। তাকে কোনো শাস্তিমূলক বদলি করা হয়নি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, জিডি বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেফলার করে রাখা কিছু টাকা হাতে নিয়ে ওসি এনায়েত হোসেন এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, এ টাকা দিলে মানসম্মান থাকে?। এ সময় তার সামনে আরও ২/৩ জন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। আর ওসি এনায়েত হোসেন তার থানার কক্ষে চেয়ারে বসা অবস্থায় ছিলেন। পরে তিনি সেই টাকা তার ড্রয়ারে রেখে দেন।

তবে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন প্রবাতী বাংলাদেশকে বলেন, ২/৩ মাস আগে খাগকান্দা এলাকায় কিস্তির টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ভুক্তভোগী এক নারী থানায় অভিযোগ করেন। তবে ঘটনাটি অনেকদিন আগের হওয়ায় ভুক্তভোগীদের নাম ভুলে গেছি।

তিনি আরও বলেন, সেই অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বেলায়েত হোসেনে ও মাসুম শিকারীসহ আরও কয়েকজনের সামনে পাওনাদারের আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকা আমার হাতে দেওয়া হয়। সেই টাকা ভুক্তভোগীকে দেওয়া হয়েছে। টাকার পরিমাণ কম দেওয়ায় আমি বলেছি, এতো অল্প টাকায় মানসম্মান থাকে না। তবে সেই ঘটনাকে কে বা কারা ভিন্ন রূপ দিয়ে পুলিশ প্রশাসনকে চাপে ফেলার চেষ্টা করছে। এমনকি আমি কোনো ঘুষ বা অনৈতিক টাকা নেইনি।

গত ১৮ এপ্রিল আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট