মাহফুজুর রহমান সাইমন শেরপুর :
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৪৯৭ বোতল মদ এবং দুটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাওয়াকুচা বিওপি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার ছোট গজনী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং খাড়ামুড়া সীমান্ত এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ছোট গজনী সীমান্ত থেকে ৪৯৭ বোতল ভারতীয় মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গাভী উদ্ধার করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা এবং গরু দুটির মূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার।