1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

ধারা বাজারে আবারও উচ্ছেদ অভিযানে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে:

কাজী আব্দুস সোবহান আকন্দ উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কাজী আব্দুস সোবহান আকন্দ উপজেলা প্রতিনিধি।

আজ সকাল ৯টা থেকে ধারা বাজার এলাকায় আবারও শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান। উপজেলা প্রশাসন, পৌরসভা, এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইতোমধ্যে বাজারের প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা বহু দোকান, ছাউনি ও স্থায়ী-অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং সামগ্রিক জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এর আগে একাধিকবার দোকানদারদের নোটিশ দিয়ে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও ব্যবস্থা না নেওয়ায় আজকের এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক দোকানদার তাদের মালামাল সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। একজন দোকানদার বলেন, “আমরা ছোট ব্যবসায়ী মানুষ, এভাবে না জানিয়ে উচ্ছেদ করলে আমরা যাবো কোথায়?” তবে প্রশাসনের ভাষ্য, সবাইকে আগেই জানানো হয়েছিল এবং অভিযানটি পূর্ব পরিকল্পিত।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক পথচারী বলেন, “এই বাজার দিয়ে হাঁটা-চলা করাই দায় হয়ে পড়েছিল। এখন অন্তত রাস্তা পরিষ্কার হবে, গাড়ি চলবে ঠিকঠাক।”

প্রশাসন সূত্রে জানা গেছে, এ অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং পুরো বাজার এলাকা অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট