প্রতিবেদক মেহেরপুর সদর :
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি আইডিয়াল স্কুলে উৎসব মুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার সময় আমঝুপি আইডিয়াল স্কুলে আয়োজনে আমঝুপি আইডিয়াল স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলায় ৪০চল্লিশ পাউন্ডের কেক কেটে বৈশাখী মেলা উদ্বোধন করেন।
আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ মারুফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।
সহকারী শিক্ষক কামরুদ্দোজা আতিকের উপস্থাপনায় আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আলাউদ্দিন,
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম বলেন আইডিয়াল স্কুলের সকল অভিভাবক সহ সকলের সুস্থতা কামনা করে আগামীতে আরও ভাল পরিসরে একত্রিত হয়ে কাজ কাজ করতে পারে সে কামনা করে সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানি শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আবুল কালাম আরিফ, ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার আবুল হান্নান, কমিশনার হাফিজুর রহমান, আব্দুল কাদের, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান এবং প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী জোহরা খানম।
উৎসবের অংশ হিসেবে কেক কাটা, পুতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।