1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
এডওয়ার্ড কলেজ, পাবনার আবাসিক হলের নাম পরিবর্তন: শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জলঢাকা য় গনসংর্বধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত শান্তিগঞ্জের শিমুলবাঁকে ধান লুটপাটের মিথ্যা ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ-নিন্দা শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত 

সাতক্ষীরায় অপহরণ নাটকের ভিকটিম মিজান সরদার উদ্ধার

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 

সাতক্ষীরায় অপহরণ নাটকের ভিকটিম মিজান সরদার উদ্ধার পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেই দীর্ঘদিন আত্মগোপনে থেকে নিজ ভাই ও মেয়েকে দিয়ে তার প্রতিপক্ষ ও পুলিশের নামে দুটি পৃথক অপহরণ মামলা দিয়েও শেষ রক্ষা হলো না ভিকটিম মিজানুর রহমান সরদারের। বুধবার (২৩ এপ্রিল) ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামের তার দ্বিতীয় স্ত্রীর বাবার বসত বাড়ী থেকে ভিকটিম মিজানুর রহমান সরদারকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন সদর থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

ভিকটিম মোঃ মিজানুর রহমান সরদার (৫৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, চলতি বছরের ১০ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে মিজানুর রহমানকে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের মুনজিতপুর লম্বাটালি এলাকা থেকে অপহরণ করা হয়েছে মর্মে তার কন্যা শারমীন আক্তার রিমা বাদী হয়ে তার আপন তিন চাচা ও এক চাচীর নামে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই সোহরাব হোসেন মামলাটির তদন্তকালে জানতে পারেন এই মামলার ভিকটিম মিজানুর রহমান সরদারকে অপহরন করে (একই উদ্দেশ্যে) হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির ঘটনা উল্লেখ করে তার আপন ভাই মোঃ মঞ্জুর সরদার বাদী হয়ে ৪ জন পুলিশ সদস্যসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২০২৪ সালের ২৫ জুলাই আমলী আদালত নং-৫ (শ্যামনগর) এ একটি পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত উক্ত মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশনা প্রদান করেন। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

তিনি জানান, সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহরাব মামলাটির তদন্তভার নেয়ার পর অধিকতর তদন্ত শেষে এ মামলার ভিকটিম মিজান সরদারকে আজ বুধবার ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামের তার দ্বিতীয় স্ত্রীর বাবার বসত বাড়ি থেকে উদ্ধার করেন। একই সাথে একই ভিকটিমকে ভিন্ন সময়ে অপহরণ দেখিয়ে ভিকটিম এর ভাই ও মেয়ে ভিন্ন দুটি মামলা দায়েরের বিষয়টিও তিনি উদ্ধার করেন। তিনি আরো জানান, ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় পারিবারিক কলহ (প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকা) এবং জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি নিজেই দীর্ঘদিন চুয়াডাঙ্গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর কাছে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আরো অধিকতর তদন্ত চলমান রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট