1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাঁশখালীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাধারণ ছাত্র-জনতার সাক্ষাৎ ও ভূমি অফিসে অনিয়ম ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কুয়ানতানে মালয়েশিয়ান যুদ্ধবিমান দু,র্ঘ,টনা, দুই সেনা কর্মকর্তা নিরাপদ চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক

শান্তিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ পরিবারের ধান কেটে নেয়ার অভিযোগ 

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর গ্রামে। এ বিষয়ে নতুন জাহানপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সামছুল হক বাদী হয়ে একই গ্রামের নিজাম উদ্দিন গংদের বিরুদ্ধে বিগত ৫ এপ্রিল শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায, বিগত ১৪ বছর পূর্বে অভিযোগকারী দুই ছেলে জাহাঙ্গীর এবং নজরুল ইসলামের নামে জাহানপুর মৌজার সাবেক দাগ নং ৪১৩, হালদাগ ৬০৫ থেকে ১০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করেন। বিগত কিছুদিন পূর্বে উক্ত জমির পাশে ভিন্ন দাগে ১৯ শতক জমি একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে নিজাম উদ্দিনের কাছে বিক্রি করেন। সেই জমি ক্রয়ের সূত্র ধরে নিজাম উদ্দিন সহ তাহার ভাই নাজিম উদ্দিন, জসিম উদ্দিন ও শামসু একদলভূক্ত হয়ে অভিযোগকারীর ভিন্ন দাগের ১০ শতক জমি জোর পূর্বক দখল করে ধান কেটে নেওয়ার পায়তারা করায় তিনি থানায় অভিযোগ দিয়েছিলেন। কিন্তু থানায় অভিযোগ ও থানা পুলিশ কর্তৃক নোটিশ পাওয়ার পরেও জোরপূর্বক উক্ত জমির ধান কেটে নেয় অভিযুক্তরা। তাদের ভয়ে অভিযোগকারী সহ তাহার সন্তানেরা কথা বলারসা হস পায় না।

এ ব্যাপারে অভিযোগকারী সামছুল ইসলাম বলেন, আমি নিরীহ মানুষ আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেওয়ার পরও তাহারা পেশীক্তির বলে থানা প্রশাসনের কথা য়কর্ণপাত না করে জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গার ধান কেটে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।এ ব্যাপারে অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, এখানে আমার জমি ও রয়েছে। যদি কাগজে পত্রে তিনি উক্ত জমি পান তাহলে এই জমির ধান আমি ফেরত দেব।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম আলী জানান, অভিযোগের আলোকে তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট