মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
পাবনার ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভাঙ্গুড়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন, মোঃ জিল্লুর রহমান,মোঃ হৃদয় হোসেন, মোঃ রইচ উদ্দিন,মোঃ উজ্জল হোসেন, আব্দুল বারিক। পরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ রইচ উদ্দিন ও মোঃ উজ্জল হোসেনকে ৩০০ টাকা জরিমানা ও ছয় মাসের জেল এর আদেশ দেন। অপর তিনজন মোঃ জিল্লুর রহমান, মোঃ হৃদয় হোসেন ও আব্দুল বারিককে ৩০০ টাকা জরিমানা এবং এক মাস করে জেল এর আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী পরিদর্শক মোঃ নাজিম উদ্দীন বলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এর নেতৃত্বে পাবনা খ সার্কেল ঈশ্বরদীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৩ শে এপ্রিল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ জনকে গাঁজা হিরোইন ও মাদক ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ আটক করা হয়। আসামিরা হলেন, মোঃ জিল্লুর রহমান (৩৫) ভাঙ্গড়া পৌর সভার চৌবাড়িয়া মহল্লার মৃত শাহজাহান আলীর ছেলে, মোঃ হৃদয় হোসেন (২৫) ভাঙ্গুড়া পৌরসভার উত্তর মেন্দার মোঃ আনোয়ার হোসেনের ছেলে,মোঃ রইচ উদ্দিন (৫০) ভাঙ্গুড়া অষ্টমনিষা ইউনিয়নের সাহানগর গ্রামের লইমুদ্দিনের ছেলে, মোঃ উজ্জল হোসেন (৩০) ভাঙ্গুড়া পৌরসভার কালীবাড়ির মোঃ কোরবান আলীর ছেলে, আব্দুল বারিক (৭০) ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর মৃত ফজলুল হকের ছেলে।
পরে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে দুপুর ১টার দিকে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) উপ ধারায় প্রত্যেককে ৩০০ টাকা জরিমানা ও দুইজনকে ছয় মাস অপর তিনজনকে এক মাসের কারাদন্ডাদেশ দেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার এ আদেশ দেন।
বিষয়টি অভিযান পরিচালনাকারী পরিদর্শক মোঃ নাজিম উদ্দীন নিশ্চিত করে বলেন আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন, আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।