এস এম ফয়সাল রহমান স্টাফ রিপোর্টার।
আজকালের ছেলে,মেয়েরা দেখি প্রায়ই বলে ভালবাসি ভালবাসি ভালবাসি তবে কি ? তাদের ভালোবাসা, অবশেষে দেখা যায়, তারা শুধু বলে একে অপরকে ভালোবাসি, সেটা কি? ভালোবাসা, এক সময় তাদের ভালোবাসা ফুরিয়ে যায় কোন কিছুর বিনিময়, কিন্তু সত্তিকারের ভালবাসা কখনো ফুরিয়ে যায় কি ?
না, না, না, সত্তিকারের ভালবাসা কখনো ফুরায় না,বর্তমানে দেখা যাচ্ছে কিছুসংখ্যক তরুণ-তরুণীরা, ভালোবাসার নামে ব্যাপার করছে।এটা কি ? সেই ভালোবাসা, যেমন ভালোবেসেছিলেন লাইলি মজনু কে।এটা কি ? সেই ভালোবাসা, যেমন ভালোবেসেছিলেন শিরি ফরহাদ কে।
এটা কি ? সেই ভালোবাসা, যেমন ভালোবেসেছিলেন হির রাঞ্জা কে, না না না, এটা সেই ভালোবাসা নয়।সব মেয়েরাই যেমন খারাপ নয়।ঠিক তেমনি সব ছেলেরা ও খারাপ নয়।
তাহলে ভালোবাসা কি?ভালোবাসা মানে কোন সাধারন বস্তু , বা কোন পণ্য নয়।ভালোবাসা মানে কোন ফিজিক্যাল, রিলেশন, বা সেক্স নয়।ভালোবাসা মানে মর্যাদা,ভালোবাসা মানে সম্মান,ভালোবাসা মানে বিশ্বাস,ভালোবাসা হৃদয় থেকে আসে।ভালোবাসা মানে শান্তি, ভালোবাসা মানে আত্মার সম্পর্ক, দেহের নয়।
ভালোবাসা মানে ক্ষমা,ভালোবাসা মানে, পূর্ণাঙ্গ আত্মবিশ্বাস।যেদিন তুমি তমার হৃদয় এবং আত্মাকে, ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবে, স্বচ্ছ আয়নার মত,সেদিনই তুমি বুঝতে পারিবে,ভালোবাসা মানে কি ?
ভালোবাসার আরেক নাম প্রেম আর প্রেম মানেই ক্ষমা, ভালোবাসা দিয়ে করা যায় জয় মানুষের হৃদয়, ভালোবাসা দিয়ে করা যায় জয় বিশ্ব, তাই বিলিয়ে দিন সকলের প্রতি ভালোবাসা, তবেই আসিবে শান্তি হবে বিশ্ব শান্তি, ভালোবাসা আর ভালোবাসা মানে শান্তি, প্রেম ধর্মে বিশ্ব শান্তি।