আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
সাতক্ষীরার সদর উপজেলার বসত ঘর থেকে দুইশত পিস ডিমসহ কালাচ সাপ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘরে এগুলো পাওয়া যায়।
মোখলেছুর রহমান জানান, গত সোমবার (২১ এপ্রিল) সকালের দিকে কয়েকটা সাপের বাচ্চাকে চলাচল করতে দেখে মঙ্গলবার দুপুরের দিকে তিনি সাপুড়ি রফিকুলের সহযোগিতায় সেগুলো মেরে ফেলে ধ্বংস করেন। আর কিছু ডিমগুলো সাপুড়ি রফিকুলের হেফাজতে রাখা হয়েছে।
বাড়ির মালিক মোখলেছুর রহমান জানান, সাপের বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও ছিল। এ সন্দেহ থেকে মঙ্গলবার দুপুরে তিনি সাপুড়ি রফিকুলের সহায়তায় দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম নষ্ট করা হয়েছে। এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।
এদিকে সাপুড়ি রফিকুল জানান, আপনারা সাপ দেখে ভয় পাবেন না। সাপ দিয়ে মূল্যবান ওষুধ তৈরি হয়। আর আমরা সাপুড়িরা এই সাপ দিয়ে খেলা দেখাই। আপনারা সাপ দেখলে আমাদের খবর দেবেন এই সাপ দিয়ে আমরা খেলা দেখায়।