বিশেষ প্রতিবেদক
কক্সবাজার জেলার মৃতপ্রায় বাঁকখালীর দখল-দূষণ পরিদর্শন ও মহেশখালী কক্সবাজার নৌ পথে সী ট্রাক উদ্ধোধন করতে কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা, নৌ পরিবহন, শ্রম ও কর্ম সংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আগামী বৃহস্পতিবার কক্সবাজার আসছেন।
এ দিন সকালে তাঁরা কক্সবাজার পৌঁছে বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ করার পাশাপাশি নদী বন্দরের জমি পরিদর্শন করবেন। দুপুরে কক্সবাজার-মহেশখালী রুটে সী-ট্রাক উদ্বোধন করবেন নৌ পরিবহন উপদেষ্টা। পরে বিকেলে দুই উপদেষ্টা জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ বাহিনী, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো: জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সফর সূচিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে জানানো হয়, কক্সবাজার নদী বন্দরের অবৈধ দখল দূষণ রোধ ও নদী বন্দরের সীমানা পিলার স্থাপন ও ড্রেজিংয়ের বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে উক্ত সভায় ।