প্রতিনিধি মোঃ সোবেল মিয়া
বাঞ্ছারামপুর উপজেলার সাবেক সাংসদ সদস্য , এম এ খালেক সাহেব ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজন এর নেতৃত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীন রহমান শাহীন
এবং, সদস্য সচিব, সমীর চক্রবতী নির্দেশনায় , প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে বাঞ্ছারামপুর উপজেলা , পৌর , ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেত্রবৃন্দরা বলেন, আমরা শুধু প্রতিবাদ করেছি , আগামী ২৪ ঘণ্টা র, মধ্যে যদি পারভেছ হত্যার বিচার না হয় । একের পর এক যদি খুন হত্যাকাণ্ড হতে থাকে, এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে,
আমরা বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল চাই, আমাদের সহযোদ্ধা পারভেজ এর মতো কারো যেন এমন ভাবে জীবন না দিতে হয় তাই দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।