শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধ
টেকনাফের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির পর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপহরণকারী চক্রের প্রধান মোহাম্মদ রফিক (২৮) আটক হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আটক রফিক ওই এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েন।
পুলিশ জানায়, মোহাম্মদ রফিক একজন চিহ্নিত মাদক কারবারি ও ডাকাত দলের নেতা। তার নেতৃত্বে পাহাড়ে সক্রিয় একটি সন্ত্রাসী চক্র রয়েছে, যারা মাদক পাচার, অপহরণ ও ডাকাতিসহ একাধিক অপরাধে জড়িত। তার বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।
ওসি গিয়াস উদ্দিন জানান, সংঘবদ্ধ একটি চক্র স্থানীয় এক ব্যক্তির বসতঘরে অবস্থান করছে এমন গোপন খবরে পুলিশ ও নৌবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রটি এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে ৭-৮ জন সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ে পালিয়ে যায়। পরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা সম্ভব হয়।
আটক রফিককে উদ্ধার করে প্রথমে হ্নীলা হেলথ কেয়ারে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, পাহাড়ে এখনো অভিযান অব্যাহত রয়েছে।