1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

গাউছে হক দরবার শরীফ ভাংচুরের প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধনও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসিফ খান 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসিফ খান 

নরসিংদীর রায়পুরা উপজেলায় শ্রীনগর গ্রামে অবস্থিত গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দরবার শরীফের আখাউড়া উপজেলার ভক্তবৃন্দের উদ্যোগে সোমবার বিকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের ১নং প্লাটফর্মে মানববন্ধনে দরবার শরীফের ভক্ত-মুরিদানসহ কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তরা দরবার শরীফে হামলা ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। ক্ষতিগ্রস্থ দরবার শরীফ পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। গত ৩১ মার্চ রাতে দুর্বৃত্তরা ওই দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই দরবারের ভক্ত আখাউড়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আবুল ফারুক বকুল, দরবারের ভক্ত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক (বিএমএসএফ) আখাউড়া, কলেজ পাড়া আজগর আলী জামে মসজিদের খতীব ক্বারী মাওঃ মোজাম্মেল হক মুছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, রেলওয়ে ষ্টেশনে জামে মসজিদের খতীব রেদুয়ান রেজা আল ক্বাদরী, মাওঃ মাসুদ মোল্লা মুজাহিদী, প্রমুখ।

দরবারের ভক্তরা বলেন, ১৯৭৮ সালে দরবার শরীফটি প্রতিষ্টিত হয়। দীর্ঘ প্রায় ৪৮ বৎসর যাবত দরবার শরীফের প্রতিষ্ঠাতা, পীরে কামেল সৈয়দ মোঃ অলিউর রহমান (অলি) শাহ স্থানীয় সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে নিয়ে এবং আলেম-ওলামাদের সম্পৃক্ততা ও প্রশাসনিক সহযোগিতায়, ইসলামিক শরিয়া অনুযায়ী আধ্যাত্মিকতা চর্চায় ইসলাম ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান ও বার্ষিক ওরস মাহফিল করে আসছে এই দরবার শরীফে। এই দরবার শরীফে কোন মাজার নেই। গত ৩১ মার্চ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় দরবারের ভক্তবৃন্দ-মুরিদরাসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশ্বাসের উপর হামলা দেশের ধর্মীয় সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাজার ও খানকা শরিফ ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটছে। এসব হামলাকারীদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তবর্তী সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট