1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২১ মে ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮ জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ শীর্ষক সেমিনার লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান অতিবৃষ্টিতে নওগাঁ নিয়ামতপুরের কৃষকগণ বোরো ধান কাটা নিয়ে বিপাকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষন কর্মসুচী অনুষ্ঠিত

গাউছে হক দরবার শরীফ ভাংচুরের প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধনও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসিফ খান 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসিফ খান 

নরসিংদীর রায়পুরা উপজেলায় শ্রীনগর গ্রামে অবস্থিত গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দরবার শরীফের আখাউড়া উপজেলার ভক্তবৃন্দের উদ্যোগে সোমবার বিকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের ১নং প্লাটফর্মে মানববন্ধনে দরবার শরীফের ভক্ত-মুরিদানসহ কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তরা দরবার শরীফে হামলা ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। ক্ষতিগ্রস্থ দরবার শরীফ পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। গত ৩১ মার্চ রাতে দুর্বৃত্তরা ওই দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই দরবারের ভক্ত আখাউড়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আবুল ফারুক বকুল, দরবারের ভক্ত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক (বিএমএসএফ) আখাউড়া, কলেজ পাড়া আজগর আলী জামে মসজিদের খতীব ক্বারী মাওঃ মোজাম্মেল হক মুছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, রেলওয়ে ষ্টেশনে জামে মসজিদের খতীব রেদুয়ান রেজা আল ক্বাদরী, মাওঃ মাসুদ মোল্লা মুজাহিদী, প্রমুখ।

দরবারের ভক্তরা বলেন, ১৯৭৮ সালে দরবার শরীফটি প্রতিষ্টিত হয়। দীর্ঘ প্রায় ৪৮ বৎসর যাবত দরবার শরীফের প্রতিষ্ঠাতা, পীরে কামেল সৈয়দ মোঃ অলিউর রহমান (অলি) শাহ স্থানীয় সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে নিয়ে এবং আলেম-ওলামাদের সম্পৃক্ততা ও প্রশাসনিক সহযোগিতায়, ইসলামিক শরিয়া অনুযায়ী আধ্যাত্মিকতা চর্চায় ইসলাম ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান ও বার্ষিক ওরস মাহফিল করে আসছে এই দরবার শরীফে। এই দরবার শরীফে কোন মাজার নেই। গত ৩১ মার্চ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় দরবারের ভক্তবৃন্দ-মুরিদরাসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশ্বাসের উপর হামলা দেশের ধর্মীয় সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাজার ও খানকা শরিফ ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটছে। এসব হামলাকারীদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তবর্তী সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট