1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২১ মে ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল কীর্তনখোলা নদীতে চলছে অবৈধ ড্রেজার।বালু উত্তোলন করছে নব্যযুগীয় ভূমিদস্যুরা  ফেরী বরাদ্দেের আশ্বাস সচিব রফিকুল ইসলামের তাৎক্ষণিক পদক্ষেপ  এক শিক্ষকের বাড়িতে রহস্যজনক আগুন বড়াইগ্রামে ইউপি সদস্যের নাটকীয় মানববন্ধন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় নওগাঁর সাপাহারে আম কেনা-বেচা উৎসবের চলছে প্রস্তুতি বরিশাল মেহেন্দিগঞ্জে সরকারি জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা চায় স্থায়ী বন্দোবস্ত কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মটরসাইকেলের সংঘর্ষে নি,হ,ত ২ ফেনী থেকে পরশুরাম (বিলনিয়া) রেললাইন টি পুনরায় চালুর দাবী এনসিপি ও বিএনপি’র পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল 

কুয়েটে অবস্থানরত চার শিক্ষার্থী অসুস্থ, শিক্ষা উপদেষ্টার অনশন প্রত্যাহারের অনুরোধ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্র‍যুক্তি বিশ্ববিদ্যালয়ের ( কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে দুইজন কুয়েট মেকানিক্স ২৩ এবং সিএসই ২১ ব্যাচের শিক্ষার্থী। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। এদিকে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবক বাড়িতে নিয়ে গেছে বলে জানাগেছে। বেলা ১২ টায় ঔই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে কুয়েট মেডিকেল সেন্টারের কর্মকর্তারা তাদের চিকিৎসা দেন। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক প্রেস এক ফেজবুক স্টাটাসে জানিয়েছেন, কুয়েটের আন্দোলনরত ইস্যুতে শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা মহাদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিস্থিতি পর্য়ালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অনশনরত এক শিক্ষার্থী বলেন, কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে। অথবা তাকে নিজ থেকে পদত্যাগ করতে হবে। খুলনায় যে গরম এখানে প্রায় ৪৫ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভব হচ্ছে। এমন অবস্থায় কতক্ষন বেচে থাকবো জানিনা। ঔই শিক্ষার্থী আরো বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন, কাল কুয়েটে তদন্ত কমিটি আসছে। আমরা এই তদন্ত কমিটির নিন্দা জানিয়েছি। ভিসিকে অপসারণ না করে তদন্ত কমিটি কেন আসবে। এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যান দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক সহ বেশ কয়েকজন শিক্ষক অনশন ভাঙার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন। এসময় তারা জুসপান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টা ও করেন। তবে শিক্ষার্থীরা সাড়া দেননি। এদিকে আজ আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি আজ ২২ এপ্রিল কুয়েটে আন্দোলন রত শিক্ষার্থীদের সাথে ফোনালাপে তিনি এ আহবান জানান।এসময় উপদেষ্টা কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাস্থ্যঝুকি নিয়ে উদ্ধেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা উস্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ করছি। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি উদ্ধেগের কথাও জানান উপদেষ্টা। তিনি আরো আশ্বস্থ করেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে তিনি সচেতন রয়েছেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অতিদ্রুত খুলনা যাবে কুয়েট বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলতি সমস্যা আশু সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। কুয়েটে ৩১ জন শিক্ষার্থী আমরন অনশনে অংশ নেয় এ পর্যন্ত চারজন অসুস্থ হওয়ায় ২৭ জন রুগ্ন শরির নিয়ে আমরন অনশনে অবস্থান কমর্সুচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট