1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২১ মে ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮ জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ শীর্ষক সেমিনার লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান অতিবৃষ্টিতে নওগাঁ নিয়ামতপুরের কৃষকগণ বোরো ধান কাটা নিয়ে বিপাকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষন কর্মসুচী অনুষ্ঠিত

সরকারি চাউলসহ কৃষকদল নেতা ধরা, দল থেকে বহিষ্কার

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার 

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে অষ্টমনিষা ইউনিয়ন শাখার কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায় সরকারি ৩০ বস্তা চাউল সহ আটক হলে তিনি চাউল রেখে পালিয়ে যান । বিষয়টি সামাজিক যোগাযেগ মাধ্যমে ভাইরাল হলে যাচাই অন্তে সেখানে অষ্টমনিষার ইউনিয়ন শাখার কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল অষ্টমনিষা থেকে অটো ভ্যান যোগে নিয়ে যাওয়ার পথে চাটমোহরের নতুন বাজার এলাকায় সাধারণ জনতা সরকারি সীলমোহর যুক্ত বস্তায় ওই চাউলসহ অটো ভ্যানকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেন। খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে হাজির হলে চাউল রেখে ওই কৃষকদল নেতা পালিয়ে যান। পরে তিনি চাউলগুলি সাধারণ জনতার মধ্যে বিক্রি করে সরকারি ফান্ডে টাকা জমা করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপ এর সিধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলর অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার হয়।

ঘটনার বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সেলিম রেজা জানান,সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউলগুলি চাউল গ্রহীতা সাধারণ মানুষের নিকট থেকে তিনি ক্রয় করেছেন।

ঘটনার বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসির চৌধুরী বলেন, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল স্থানীয় জনতার আটক করলেও গাড়ি চালক ছাড়া সেখানে চাউলের মালিককে পাওয়া যায় নি। তাই চাউলগুলি জনতার মধ্যে বিক্রয় করে সরকারি কোষাগরে টাকা জমা করার সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কারের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সেলিম রেজা কে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে চাউল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে সঠিক তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট