1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নাগেশ্বরীতে প্রস্তুতিমূলক আলোচনা  কবিতা কিওর-এর জলজ সমৃদ্ধি প্রকল্পের নিরাপদ সুপেয় পানি পান করছেন শতাধিক লোক বৃটেনে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন শ্রীমঙ্গলে স্কুল থেকে ফেরার পথে ছড়ার পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃ,ত্যু জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক

শেরপুরে চালককে হ , ত্যা করে অটো ছিনতাই 

আবু কাওসার সিয়াম শেরপুর :
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আবু কাওসার সিয়াম শেরপুর :

শেরপুরে আঃ লতিফ (৫৫) নামে এক অটো চালককে হত্যার পর তার অটোটি ছিনতাই করে পালিয়ে গেছে

দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোন এক সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত অটো চালক সদর উপজেলার

বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আঃ মালেকের ছেলে এবং ৪ সন্তানের জনক।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আঃ লতিফ প্রতিদিনের মতো তার ভাড়ায় চালিত অটো রিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। এদিকে রোববার রাতের কোন এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করতে কৌশলে তার অটোটি ভাড়া নিয়ে শেরপুর শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে একটি ধান ক্ষেতে নিয়ে আঃ লতিফকে হত্যা করে তার অটোটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে চলে যায়। সোমবার (২১ এপ্রিল) সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান ক্ষেতের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল এসে অটো চালকের মরদেহ উদ্ধার করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালকের একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করে।

পুলিশের প্রাথমিক ধারণা, আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর তার অটোটি ছিনতাই করে নিয়ে গেছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট