হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অজস্র রোগীর নিরাপদ একটি হাসপাতাল। দেশের বিভিন্ন জায়গা বা দুর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসে। কিন্তু রোগীরা (২০ এপ্রিল) বিকাল ৬ ঘটিকায় বেড না পেয়ে কষ্ট করে শুয়ে আছে ফ্লোরে। এমতাবস্থায় ভুক্তভোগী রোগীরা বলেন শত শত রোগী বেড না পেয়ে অনায়াসে দিন কাটাচ্ছেন ফ্লোরের মাঝেই। ভুক্তভোগী রোগী ও তাদের সাথে থাকা লোকেরা বলেন এমন ভয়াবহ অবস্থা থাকতে বেশ কষ্ট হচ্ছে। সেই সাথে মানুষের ভিড় ও দুর্গন্ধও দেখা যায় অধিক পরিমাণ।
তারা বলেন হাসপাতাল এড়িয়াতে যে পরিমান জায়গা আছে তাতে ১০হাজার শয্যার আরো ২টি নতুন ভবন তৈরি হবে।
ময়মনসিংহ বাসি জোর দাবি দিয়ে বলেন মেডিকেল এড়িয়াতে যে পরিমান জায়গা আছে তাতে ২টি দশ হাজার শয্যার ভবন হলে ভুক্তভোগী রোগীরা ও বিভিন্ন জায়গা হতে আসা রোগীরা সুন্দর ভাবে চিকিৎসা করাতে পারবে। রোগীরা তেমন কষ্ট করে ফ্লোরে দিন রাত কাটাতে হবে না।