1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮ জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ শীর্ষক সেমিনার লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান অতিবৃষ্টিতে নওগাঁ নিয়ামতপুরের কৃষকগণ বোরো ধান কাটা নিয়ে বিপাকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষন কর্মসুচী অনুষ্ঠিত

ভিসির পদত্যাগের একদফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরন অনশন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. মুহাম্মাদ মাসুদকে অপসারণের দাবিতে আমরন অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) কিছু সংখ্যক শিক্ষার্থী। আজ ২১ এপ্রিল বিকাল ৪ টায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসুচি শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বেলা তিনটা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় পুর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরন অনশন শুরু করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন। এদিকে শিক্ষার্থীদের আমরন অনশন থেকে সরে এসে আলোচনায় বসার তাগিদ নিয়ে বেলা আড়াইটার দিকে ছাত্র কল্যান দপ্তরের পরিচালক সহ সহকারী পরিচালক এবং ডেপুটি পরিচালক সহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধীক শিক্ষক স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান নেন। শিক্ষার্থীদের আমরন অনশন থেকে সরে এসে আলোচনায় বসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক ড. মো: ইলিয়াস আক্তার, সহকারী ছাত্র কল্যান পরিচালক রাজু আহমেদ ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল গনি ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগন। শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী উপল,রাহাতুল ইসলাম, মো: ওয়ায়দুল্লাহ, মোহন,ইলেকট্রিক্যাল ১৯ ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত।অনশন প্রত্যাহারের শিক্ষকদের দাবির জবাবে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি গুলো যদি মেনে নিতেন তাহলে আমরা আর একদফায় আসতাম না। তারা শিক্ষকদের অনুরোধ করে বলেন, আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আপনারা আমাদের সাথে এসে বসুন। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে আপনারা একাত্মতা পোষণ করেন। আমরা কুয়েট ক্যাম্পাসকে সুন্দর রাখতে চাই। আমরা আপনাদের আহবান জানাচ্ছি আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেন। আমরা বিশ্বাস রাখি আমাদের দাবির সাথে আপনারা একাত্মতা পোষণ করে এখানে বসবেন। তারা আরো বলেন, আমরা অনেকদিন ধরে আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে আপনাদের বলছি কিন্তু আপনারা আমাদের দাবির গুরুত্ব দেন নাই। তারা প্রশ্ন করে বলেন, আমরাকি দুস্কৃতিকারী, আমাদের নামে ছিনতাই, চুরির মামলা হয়? সর্বশেষ শিক্ষার্থীরা আমরন অনশনের দাবিতে অনড় থাকায় টানা আড়াই ঘন্টা তাদের সাথে আলোচনা করে অনেকটা ব্যর্থ মনোরথে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার ত্যাগ করেন শিক্ষকরা। এসময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোচনার দুয়ার খোলা আছে। আমরা আবারও তোমাদের কাছে আসবো। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরন অনশনরত শিক্ষার্থীরা আছরের নামাজ আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট