1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাঁশখালীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাধারণ ছাত্র-জনতার সাক্ষাৎ ও ভূমি অফিসে অনিয়ম ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কুয়ানতানে মালয়েশিয়ান যুদ্ধবিমান দু,র্ঘ,টনা, দুই সেনা কর্মকর্তা নিরাপদ চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক

বিএনপি কৃষকদলের সদর ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ। 
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ। 

নারায়নগন্জ জাতীয়তাবাদী কৃষকদলের সদর ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সদর কমিটির আহবায়ক ও সদস্য সচিব একই ওয়ার্ডে হওয়ায় ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটি জেলা আওতাধীন করায় এই দুইটি থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি মহানগর কৃষক দলের সভাপতি-এনামুল হক খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল এর সর্বসম্মতিক্রমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এছাড়াও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ১-১০ ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহির্ভূতভাবে একই ওয়ার্ড থেকে সদর থানা কৃষক দলের আহবায়ক ও সদস্য সচিব মনোনীত করায় দলীয় আইন ও শৃংখলা বিনষ্টকারী বিভিন্ন কাজের মাধ্যমে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের ইমেজ ও ঐক্যের ক্ষতি সাধন করা এবং কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অনুপস্থিত থাকার কারনে। দলীয় ঐক্য ও শৃংখলা রক্ষা এবং দলীয় আইন অনুযায়ী সদর থানা কৃষক দল-কে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে পুনর্গঠন করার লক্ষ্যে বর্তমান আহ্বায়ক কমিটি (আহবাহক- রানা মজিব -১৩ নং ওয়ার্ড, সদস্য সচিব রানা মুন্সি-১৩ নং ওয়ার্ড) বিলুপ্ত ঘোষনা করা হলো। পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের পরবর্তী সাংগঠনিক সভায় সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের নতুন কমিটি ঘোষনা করা হবে।’

অন্যদিকে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল-কে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আওতা মুক্ত করে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ইউনিট হিসেবে আওতাধীন করেন। যেহেতু ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে, তাই গঠনতন্ত্র অনুযায়ী বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল কর্তৃক অনুমোদিত সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১ নং ওয়ার্ড থেকে ১০ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গুলো বিলুপ্ত ঘোষনা করা হইলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট